ভোলার লালমোহনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।
শুক্রবার (১৫ অক্টোবর) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ভোলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান লালমোহন থানা পুলিশের সহযোগিতায় উপজেলার চৌমুহনী, সদর রোডে ও উত্তর বাজারে অভিযান পরিচালনা করেন। পণ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের পরিবেশ, পণ্যের মেয়াদ, মূল্য তালিকা ও খুচরা মূল্য পর্যবেক্ষণ করে গরমিল থাকায় ৬টি প্রতিষ্ঠানকে ১২,০০০/ জরিমানা করে। এ সময় সুবহাহ স্টোরকে-১০০০/, জসিম স্টোরকে- ১০০০/, হক মেডিকেল হলকে- ৪০০০/, জনতা হোটেলকে- ২০০০/, রবিন বানিজ্য বিতানকে- ২০০০/ এবং রাকিব স্টোরকে ২০০০/জরিমানা করে । এছাড়াও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করে দেয় বলে জানা যায়।
জনস্বার্থে বাজার তদারকি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক।