মানুষ আমাকে পরপর তিন তিনবার বিপুল ভোটের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আমার উদ্দেশ্য এমপি হওয়া নয়। আমার উদ্দেশ্য হলো সাধারণ মানুষের দৌরগোড়ায় পৌঁছে তাদের সমস্যাগুলোর সমাধান করা। অসহায় এ মানুষগুলির খেদমত করার প্রয়াস নিয়েই আমার এ অঞ্চলে পথচলা। মানুষের মাঝে জননেত্রী, দেশরত্ন শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শ পৌঁছে দেওয়া-ই আমার অন্যতম কাজ। তৃণমূল থেকে গড়ে ওঠা দল আওয়ামী লীগ সব সময়ই খেটে খাওয়া মানুষের ভরসাস্থল। মানুষের মাঝে সেই বার্তাই ছড়িয়ে দিতে চাই যাহা জাতির পিতা বঙ্গবন্ধু করেছেন।