মোঃ ওসমান গনি বাবু
পাটগ্রাম, প্রতিনিধি।
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ ইং এর ১ম ধাপে নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের আজ শপথ গ্রহণ অনুষ্ঠানে সোস্যাল মিডিয়ায় ভাইরাল পাটগ্রাম উপজেলায় এক এক করে চতুর্থবার পাটগ্রাম উপজেলার নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব আলহাজ্ব রুহুল আমিন বাবুল।
রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের আনুষ্ঠানিক পরিচিতি পর্ব পাটগ্রাম উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন বাবুল, শপথ বাক্য পাঠ করেন।
মঙ্গলবার ২৮শে মে সকাল ১১টায় রংপুর বিভাগীয় সদর দপ্তরে বিভাগীয় কমিশনার জাকির হোসেন গোটা বিভাগের প্রথম ধাপে ১৯ উপজেলার ৫৭ জন নব নির্বাচিত জনপ্রতিনিধিকে শপথ বাক্য পাঠ করান।
শপথ গ্রহণের পর পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন বাবুল তার সফর সঙ্গীদের সামনে অভিব্যক্তি প্রকাশ করে বলেন, আমার জনগণ আমাকে নির্বাচিত করে পবিত্র দায়িত্ব প্রদান করেছেন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করে পাটগ্রাম বাসীর উন্নয়নে কাজ করবো। পাটগ্রাম উপজেলাকে মডেল ও স্মার্ট উপজেলায় গড়ে তোলা আমার লক্ষ্য।পরিশেষে তিনি আরও বলেন পাটগ্রাম উপজেলাবাসী শত প্রতিকূলতার মাধ্যমে আমাকে নির্বাচিত করায় সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা ঞ্জাপন করেন।