শরণখোলায় জাতীয় কন্যা শিশু দিবসের‌্যালী ও আলোচনা সভা

শরণখোলায় জাতীয় কন্যা শিশু দিবসে
র‌্যালী ও আলোচনা সভা

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি


বাগেরহাটের শরণখোলায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগীতায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করে। বেলা ১১ টায় র‌্যালীটি উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে অফিসার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুর ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিখি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হাসানুজ্জামান পারভেজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শরনখোলা থানার অফিসার ইন চার্জ মোঃ ইকরাম হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুজ্জামান খান, সমবায় কর্মকর্তা মোঃ আব্দুল হালিম, শরনখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আব্দুল হাই। সভায় বক্তারা কন্যা শিশুর অধিকার সংরক্ষনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। ##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *