সিমান্ত মোল্লা স্টাফ রিপোর্টারঃ
জাজিরা প্রেসক্লাবের উদ্যোগে ও জাজিরা রিপোর্টার্স ইউনিটির সহযোগিতায় আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৪ মার্চ রবিবার (১৩ রমজান) জাজিরা উপজেলা চত্বরে অবস্থিত, জেলা পরিষদ অডিটোরিয়ামে এ আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে জাজিরা প্রেস ক্লাবের সভাপতি মো. ফারুক হোসেন এর সভাপতিত্বে, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সানজিদ মাহমুদ সুজন এর সঞ্চালনায়, এবং জাজিরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোক্তার ফকির এর নির্দেশনায় ও রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রতন আলী মোড়ল এর ব্যবস্থাপনায়, জাজিরা রিপোর্টার্স ইউনিটির সকল সদস্যদের সহযোগিতায় অনুষ্ঠানটি পরিচালিত হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু এমপি।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোবারক আলী সিকদার চেয়ারম্যান জাজিরা উপজেলা।
আরও উপস্থিত ছিলেন জাজিরা পৌর সভার মেয়র ইদ্রিস মাদবর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম নুরুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তালেব চৌকিদার, মাস্টার মোঃ ইব্রাহিম মিয়া, অবসরপ্রাপ্ত কর্নেল সৈয়দ নজরুল ইসলাম রাসেল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহমুদুল হাসান, জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান, পদ্মা সেতুর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম, প্রেসক্লাবের আহবায়ক সেলিম মাতবর, বাবুল আকন, রুবেল বেপারী, ডাঃ ইমন ফরাজী, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সাংবাদিক সংগঠনের সাংবাদিক নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সুশীল সমাজ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ, জাজিরা রিপোর্টার্স ইউনিটির সকল সদস্যবৃন্দসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।
জাজিরা প্রেস ক্লাবের অর্থ ও দপ্তর বিষয়ক সম্পাদক মোঃ ইমরান হোসাইনের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়ে, সহ-সভাপতি শফিকুল ইসলামের দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে আলোচনা সভা সমাপ্ত হয়।