সত্যের খোঁজে আমরা
পেতো মুনমুন, ময়ূরী, একা,পলি,পপিদের। শাবনূর এর বাহিরে সেই ৫/৬ বছরে যতগুলো ছবি করছে সবগুলোই ছিলো মানহীন, অশ্লীল ছবি। শাবনূরের ছবিতে সাইড নায়ক হলেও কিছুটা হলেও গুরুত্ব থাকতো তার চরিত্রের। শাবনূরের সিনেমা হল- এ প্রদর্শনী হলে দর্শকরা দেখতে যেতো,যদি সিনেমায় শাকিব থাকতো তাহলে সেই সুবাদে দর্শক শাকিবকে দেখে থাকতো। শাবনূরের সিনেমা থেকে দর্শকরা মূলত কিছুটা হলেও সেই সময়ে চিনেছিলো শাকিবকে। শাবনূর শাকিবকে ৯৯ থেকে টেনে আনতে আনতে ২০০৫ এর আমার স্বপ্ন তুমি সিনেমায় কাস্ট করে একদম ↑ তুলে দেয়। তার পর থেকে সে মেইন নায়ক হয়ে ছবি করতে থাকে। আমি শুধু এটাই ভাবছি যে,শাবনূর যদি সেই সময়ে শাকিবকে তার সিনেমায় কাস্ট না করতো তাহলে সে তো আজ মেহেদী, আলেকজান্ডার দের মতো হারিয়ে যেতো। আর এখন অনলাইন প্লাটফর্মে এসে তার গণ্ড*মূর্খ ভক্তরা শাবনূরের অবদান অস্বীকার করে। ওদের এসব কাহিনী শুনে লজ্জা হওয়া উচিত। শাবনূরের সাথে তার যতগুলো সিনেমা আছে অর্থাৎ ৯৯-৫ পর্যন্ত তার সবগুলোই ছিলো মানসম্মত। এর বাহিরে শাকিবের সব ছবি ছিলো বস্তাপঁচা, মানহীন, অশ্লীল সিনেমা।
খান সেলিম রহমান
পরিচালক ও প্রযোজক