দৈনিক সত্যের খোঁজে আমরা
বগুড়ার শাজাহানপুরে ভুট্টাজমি থেকে শাহরিয়ার ইসলাম রিয়াজ (১৭) নামে এক কলেজছাত্র মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
রিয়াজ আমরুল ইউনিয়ন পরানবাড়িয়া গ্রামের প্রবাসী বাবলু মিয়ার ছেলে। সে শেরপুর কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। শনিবার বিকেলে থেকে রিয়াজ নিখোঁজ ছিল।
উপজেলার আমরুল ইউনিয়নে রামপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ভুট্টা জমি থেকে রোববার ৫ ফেব্রুয়ারি বিকেল ৫ টার সময় দেখতে পায় স্থানীয়রা।এরপর স্থানীয়রা পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে তারা।
রিয়াজের মামা আব্দুল হামিদ জানান, শনিবার বিকেল ৫টার দিকে বাসা থেকে বের হয়। এরপর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় রোববার সকালে শাজাহানপুর থানায় একটি সাধারণ ডায়েরি করে রিয়াজের মা। কিন্তু বিকেলেই তার মরদেহ মেলে।
ওসি আব্দুল কাদের জিলানী জানান, রিয়াজ শনিবার থেকে নিখোঁজ ছিল। পরে আজ সন্ধ্যায় স্থানীয়দের খবরে ভূট্টা জমি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
শাজাহানপুর থানার ওসি বলেন, মরদেহের বুকসহ শরীরে বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে অন্য কোনো এলাকায় হত্যার পর ঘাতকরা রিয়াজের মরদেহ জমিতে ফেলে যায়। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে এবং হত্যাকারীদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।