মোবাইল কেড়ে নিয়েছে।
এই লজ্জা কার, এটা শুধু শিক্ষকের লজ্জা নয়
এটা গোটা দেশের লজ্জা।
এদেরকেই বলে মরহুম ছাত্র, অবসরপ্রাপ্ত ছাত্র।
আমার মনে হচ্ছে ও লেখাপড়া ছাড়াই, কোন সনদ ছাড়াই পুলিশের জব করতেছে। ওর মাথার স্ক্রু ঢিল।
-**
শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার
দিল্লীর পতি সে তো কোন্ ছার,
ভয় করি না’ক, ধারি না’ক ধার, মনে আছে মোর বল,
বাদশাহ্ শুধালে শাস্ত্রের কথা শুনাব অনর্গল।