ব্যবহার করতেন এবং তার যে কোন প্রজা বা কর্মচারী ভুল করলে তাকে আক্রমণ করতো কখনো বা খেয়ে ফেলতো।
একবার একজন কর্মচারী কোন এক কাজে পরামর্শ দিল যা ছিলো ভুল পরামর্শ, আর রাজা তা মোটেও পছন্দ করলেন না।
তাই তিনি আদেশ দিলেন কর্মচারীটিকে হায়েনার কাছে নিক্ষেপ করতে।
কর্মচারী বলল, “আমি দশ বছর আপনার সেবা করেছি, আর আপনি আমার সাথে এমন করছেন? আমাকে হায়েনার কাছে ছুঁড়ে দেওয়ার আগে দয়া করে দশ দিন সময় দিন! এতে রাজা সম্মত হলেন।
সেই দশ দিনে, কর্মচারী হায়েনার দেখাশোনাকারী প্রহরীর কাছে গেল এবং তাকে বলল যে সে আগামী দশদিন হায়েনাদের সেবা করতে চায়। প্রহরী হতবাক হয়ে গেলেও রাজি হয়ে গেল, এবং কর্মচারী হায়েনাদের খাওয়ানো, তাদের থাকার জায়গা পরিষ্কার করা, তাদের গোসল করানো এবং তাদের জন্য সব ধরণের সেবা যত্ন করতে শুরু করলো।
দশ দিন পেরিয়ে গেলে রাজা হুকুম দিলেন যে কর্মচারীকে তার শাস্তির জন্য হায়েনার কাছে নিক্ষেপ করা হবে। যখন তাকে ছুঁড়ে ফেলা হলো, সবাই অবাক হয়ে দেখলো, হিংস্র হায়েনাগুলো শুধু কর্মচারীর পা চাটছে!
রাজা এ দৃশ্য দেখে বিস্মিত হয়ে বললেন,
"আমার হায়েনার কি হয়েছে?"
কর্মচারী উত্তর দিল, "আমি মাত্র দশ দিন হায়েনার সেবা করেছি, এবং তারা আমার সেবা ভুলে যায়নি।
আর আমি পুরো দশ বছর আপনার সেবা করেছি তারপরেও আপনি আমার একটা ভুলের কারণে পূর্বের সকল ভালো কাজ ভুলে গেলেন!"
রাজা তার ভুল বুঝতে পেরে কর্মচারীকে মুক্ত করার নির্দেশ দিলেন।
এই পোস্টটি তাদের সকলের জন্য একটি বার্তা যারা একজন ব্যক্তির ভুল করার সাথে সাথে তার জন্য করা পূর্বের সকল ভালো জিনিসগুলি ভুলে যান।
Collected