আমিনুল ইসলাম: সিনিয়র স্টাফ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নে নতুন বাজার এলাকায় সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ২ জন আহত হয়েছে।
নিহত যুবক চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পিড়াশন গ্রামের মুনসুর আলীর ছেলে জিয়াউর রহমান (৪০)। আহতরা হচ্ছে- ভারতের মালদা জেলার মোথাপুর থানার রাজনগর গ্রামের এজাবুল হকের ছেলে আব্দুল খালেক (৫৫) ও আব্দুল খালেক এর স্ত্রী সায়েরা বেগম (৪৫)।
আহতেদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করা হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের নতুন বাজার এলাকায় গোমস্তাপুর থেকে কানসাটগামী সিএনজির সাথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই নিহত হন জিয়াউর রহমান। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত লাশ ও আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে যায়।
শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জুবায়ের আহম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে তবে চালক পালাতক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।