১৫ বছর লন্ডন বাস চালানোর পর, অবশেষে আমার এই কাজ শেষ হলো।ভিক্টোরিয়া স্টেশনে শেষ দিনে আমি মাইকে ঘোষণা করেছিলাম: “১৫ বছর পর, আজ আমার লন্ডন বাস চালানোর শেষ দিন। এই শহরের মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়াটা আমার জন্য সত্যিই আনন্দের ছিল। আমার এই যাত্রার অংশ হওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।” আমার কথা শুনে পুরো বাসে সবাই হাততালি দিল। বাস থেকে নামার সময় অনেকেই আমাকে শুভকামনা জানালেন।
যখন আমি এই পেশা শুরু করেছিলাম, তখন আমার কোনও GCSE ছিল না, আর ইংরেজিতে আমার মাত্র লেভেল ১-এর যোগ্যতা ছিল। তখন ভবিষ্যৎ খুব অনিশ্চিত মনে হয়েছিল। কিন্তু আজ, ছয় বছর পর, আমি গর্বের সঙ্গে বলতে পারি, কঠোর পরিশ্রম আর লক্ষ্যে দৃঢ় থাকলে অনেক কিছু অর্জন করা সম্ভব।
আমার অর্জন:
• পিএইচডি (চলমান): লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি, “বাসে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা”
• এমবিএ: ইউনিভার্সিটি অফ বোল্টন
• বিএ (অনার্স): বাকস নিউ ইউনিভার্সিটি, বিজনেস ম্যানেজমেন্ট
• ড্রাইভার প্রশিক্ষক (সিপিসি): আরটিআইটিবি
• সার্টিফায়েড পরিবহন ম্যানেজার
• হেড অফ থিঙ্কিং ইন্টু ক্যারেক্টার
• হেড অফ ন্যাচারাল ইন্টেলিজেন্স
• সিইও, গ্লোবাল ট্রান্সপোর্ট একাডেমি
• ম্যানেজমেন্ট ও লিডারশিপ ডিপ্লোমা (লেভেল ৫ ও ৭): চার্টার্ড ম্যানেজমেন্ট ইনস্টিটিউট
• সিপিসি (পরিবহন ব্যবস্থাপনা): ওসিআর
• চার্টার্ড ম্যানেজার (সিএমজিআর এমসিএমআই)
• পরিবহন ব্যবস্থাপনা ডিপ্লোমা: অক্সফোর্ড বিজনেস স্কুল (অনলাইন)
• ম্যানেজিং সেইফলি: ইনস্টিটিউশন অফ অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ
আজ আমি পিএইচডি গবেষক হিসেবে কাজ করছি। বাস পরিষেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নিয়ে গবেষণা করে, পরিবহন ব্যবস্থায় উন্নতি আনাই আমার লক্ষ্য।
শুরুর জায়গা যেমনই হোক না কেন, কঠোর পরিশ্রম আর শেখার ইচ্ছা থাকলে এগিয়ে যাওয়া সম্ভব।
লিংকড-ইন থেকে আবদি ফারাহ 🖋️