প্রতিযোগিতা-২৩ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ তরীকত ফেডারেশন (বিটিএফ) এর সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এম.পি. দেশের জন্য শহীদ শেখ কামালের আত্মত্যাগের কথা ছাত্র ছাত্রিদেরকে স্মরণ করিয়ে দেন এবং শিক্ষকদেরকে স্বাধীনতা, বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রীর কথা ছাত্র, ছাত্রীদেরকে শিখানোর ব্যাপারে গুরুত্ব আরোপ করেন।
এই ব্যাপারে ইউএনও এবং শিক্ষা অফিসার সহ সংশ্লিষ্ঠ সকলকে যথাযথ তদারকি করার নির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান হোসাইন মোঃ আবু তৈয়ব, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ফটিকছড়ি মেয়র আলহাজ্ব মোঃ ইসমাইল হোসেন, শিক্ষা অফিসার, কৃষি অফিসার, প্রধান শিক্ষক।