বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ‘শেখ রাসেল এর ৫৯ তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেল দিবস দিবস ২০২২’ পালিত হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিটিভির অনুষ্ঠান প্রচার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
হাকিমপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মোহাম্মদ নূর- এ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হারুন উর রশিদ হারুন।
এছাড়া, বিশেষ অতিথি হিসেবে হাকিমপুর হিলি পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, হাকিমপুর ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) শরীফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ড. মমতাজ সুলতানা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু সায়েম মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন প্রতাপ মল্লিকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত রচনা, কুইজ প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
দিনাজপুর হাকিমপুর থানা প্রতিনিধি মো:ওয়াজ কুরনী