আল-আমিন শেরপুর জেলা প্রতিনিধি: সারা দেশের
ন্যয় বিভিন্ন কর্মসুচীর মধ্যদিয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।৮আগষ্ট মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে
জেলা প্রশাসক আব্দুল্লাহ
আল খায়রুম এর সভাপতিত্বে বঙ্গমাতা বেগম
ফজিলাতুন্নেছা মুজিব এঁর
জীবন ও কর্মের নানা দিক
তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল ৯ টায়
দিবসটি যথাযোগ্য মর্যাদায়
পালন উপলক্ষে উপলক্ষে
শেরপুর জেলা আওয়ামী
লীগের চকবাজারস্থ দলীয়
কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন,
জাতীয় সংসদের হুইপ বীর
মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক , জেলা আওয়ামী
লীগের সাধারণ সম্পাদক
ছানুয়ার হোসেন ছানু, পুলিশ সুপার মোনালিসা বেগম
(পিপিএম) সহ বিভিন্ন সরকারী, বেসরকাী প্রতিষ্ঠানের
কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মি।
অপরদিকে শেরপুরের অন্যান্য উপজেলাতেও যথাযোগ্যভাবে দিবসটি পালন করা হয়।