শেরপুর ঝিনাইগাতি তিনদিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন

শেরপুর ঝিনাইগাতি তিনদিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন

আল আমিন শেরপুর জেলা প্রতিনিধিঃ বৃহত্তর

ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় শেরপুরের ঝিনাইগাতীতে ৩দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। ১৮জুলাই মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্তরে এ মেলার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. ফারুক আল মাসুদ।

উপজেলা কৃষি অফিস কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. ফারুক আল মাসুদ এর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মো. হুমায়ুন দিলদার।

“অর্থকরি ফসল চাষে, অর্থ পুষ্টি দই-ই-আসে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার জহুরুল ইসলামের উপস্থাপনায় এতে বিশেষ অতিথি হিসেবে ব্ক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) মো. আশরাফুল কবির, ওসি(তদন্ত) আবুল কাশেম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. ফরহাদ হোসেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম প্রমুখ।

উক্ত কৃষি মেলায় বিভিন্ন ফলজ বনজ ও কৃষি যান্ত্রিকরণ সহ মোট ১৩ টি স্টল বসে। এ মেলা চলবে আগামী ২০ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত। আলোচনা সভা শেষে বিভিন্ন কৃষি উদ্যোক্তাদের হাতে ফলজ বৃক্ষ উপহার দেন অতিথিগণ। সবশেষে অতিথিগণ সম্মিলিত ভাবে স্টল পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *