শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে


আগ্নেয়াস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় পিস্তল ও অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

১৫ জুন বুধবার দিবাগত গভীর রাতে গোপন সূত্রের ভিত্তিতে শ্রীমঙ্গল থানা এলাকার ভানুগাছ রোডস্থ বিটিআরআই সংলগ্ন ফিনলের রাবার বাগান এলাকা থেকে তাদের গ্রেফতার করেন পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার করিমপুর গ্রামের মনু মিয়ার ছেলে মোঃ মুন্না মিয়া (৩২) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামের তায়েব মিয়ার ছেলে শাহিন মিয়া, ওরফে দানা মিয়া ( ৩৭)। পুলিশের টের পেয়ে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।

শ্রীমঙ্গল থানার এসআই আসাদুর রহমান ও এসআই সুব্রত চন্দ্র দাস সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ডাকাতদের কাছ থেকে ১টি দেশীয় তৈরি পিস্তল, ১টি লোহার তৈরি ডেগার, ১টি স্টিলের করাত, ১টি স্টিলের রুল, ১টি কাঠের রুল, ১টি সাইকেলের চেইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে হ
গণমাধ্যমকর্মীদের এসব তথ্য নিশ্চিত করেন, শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ শহীদুল হক মুন্সী। উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম অর রশীদ তালুকদার, পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির প্রমুখ।

আটককৃতদের দেয়া তথ্যমতে পলাতক ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান সিনিয়র সহকারী পুলিশ সুপার শহীদুল হক মুন্সী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *