” সকল প্রশংসা আল্লাহতায়ালা’র”

” সকল প্রশংসা আল্লাহতায়ালা’র”

 জননেতা  আলহাজ্ব আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এম.পি সাবেক  উপ মন্ত্রী পরিবেশ ও বন মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যুব ও ক্রিড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি  এর কিছু অবিশ্বরনীয় উন্নয়ন। 

 ১. উপমহাদেশর সবচেয়ে উচু টাওয়ার মিনার স্থাপন, (উচ্চতা প্রায় ২১৭ ফুট) যাহা মানণীয় বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এর ভাষায় "জ্যাকব টাওয়ার "।

 ২. যুগ্ম জেলা জজকোর্ট, ভবন সহ স্থাপন (বাংলাদেশে উপজেলা পর্যায়ে যুগ্ম জেলা জজ কোর্ট একটি বিরাট অর্জন)।

 ৩. পানি উন্নয়ন বোর্ড প্রকল্প ২ এর পুর্নাংগ ডিভিশন স্থাপন, যাহা ভোলা সদরে ছিল।

 ৪. ৮টি ইউনিয়ন পরিষদ নতুন ভাবে রুপান্তর (ভবন সহ)।

 ৫. চরফ্যাশন কলেজকে সরকারী করন।

 ৬. চরফ্যাশন কলেজে অনার্স কোর্স চালু।

 ৭. চরফ্যাশন হাসপাতালকে পুনঃ সম্প্রসারণ।

 ৮. ২টি কলেজ উদ্বোধন, বেগম রহিমা ইসলাম কলেজ ও অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ।

 ৯. ৩টি নতুন থানা উদ্বোধন (ভবন সহ), চরশশী ভূষন থানা, দক্ষিন আইচা থানা ও দুলারহাট।

 ১০. প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে মায়া ব্রিজ নির্মান।

 ১১. প্রায় ৪৫ কোটি টাকা ব্যয়ে সুলতানের খেওয়া  ব্রিজ নির্মিত হচ্ছে।

 ১২. প্রায় ১০ কোটি টাকা ব্যায়ে চর কুকরি মুকরিতে রিসোর্ট নির্মিত হচ্ছে,চর কুকরি মুকরি কে পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষনা, এবং ঢেলে সাজানো হচ্ছে।

 ১৩. চরফ্যাশন পৌরসভা কে ১ম শ্রেণীতে উন্নিত করন।

 ১৪. মনপুরায় আধুনিক অডিটোরিয়াম নির্মান।

 ১৫. খাসমহল মসজিদ কে শীতাতপ নিয়ন্ত্রিত করন।

 ১৬. নির্বাহী আদালত( ১০৭ ধারা) চালু করন (ভবন সহ)।

 ১৭. ৪টি সাবরেজিট্রি ভবন (প্রত্যেক টি ৪তলা করে) নির্মান।

 ১৮. চরফ্যাশন কলেজে অনার্স ভবন নির্মান।

 ১৯. বেগম রহিমা ইসলাম কলেজ ও অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ ভবন নির্মান।

 ২০. অত্যাধুনিক শিশু পার্ক নির্মান।

 ২১. ফ্যাশন স্ক্যায়ার নামে একটি পুকুরপাড় কে অত্যাধুনিক ভাবে সাজানো।

 ২২. চরফ্যাশন সদর রোডকে (ড্রেনসহ) ৬০ ফুট প্রশস্ত করন।

 ২৩. চরফ্যাশন শরিফ পাড়ার অব্যাবহারিত খাল কে আধুনিক ভাবে রাস্তায় রুপান্তর।

 ২৪. প্রায় ৩০০ কি.মি বিদ্যুৎ লাইন উদ্বোধন।

 ২৫. আধুনিক শহিদ মিনার নির্মান।

 ২৬. চরফ্যাশন কে নদী ভাংগন রক্ষায় ২১০ কোটি টাকা একনেকে পাশ।

 ২৭. আধুনিক বাস টারমিনাল নির্মান প্রক্রিয়াধীন।

 ২৮. আধুনিক ঈদগাহ ময়দান নির্মান।

 ২৯. ঢাকা টু চরফ্যাশন লঞ্চ সার্ভিস চালু করন।

 ৩০. প্রায় ১০০ টি সাইক্লোন সেন্টার কাম স্কুল ভবন স্থাপন।

 ৩১. একটি সুন্দর ও আধুনিক চরফ্যাশন  ব্রজগোপাল টাউন হল নির্মান।

 ৩২. চরফ্যাশন বাজার ব্যাবসায়ী সমিতি'র ৩ তলা ভবন নির্মান।

 ৩৩. জেলা পরিশদের অব্যাবহারিত জায়গায় মার্কেট নির্মান।

 ৩৪. ভোলা জেলার একমাত্র বি এড কলেজ নির্মান।

 ৩৫. রেডিও মেঘনা নামে ১টি রেডিও স্টেশন স্থাপন।

 ৩৬. দুলার হাট স্টেডিয়ামে গ্লারী নির্মান।

 ৩৭. ১৯ টি শিক্ষা প্রতিস্টান এম পিও ভুক্ত করন।

 ৩৮.মনপুরা দীপ এর মধ্যে ১ মেঘাওয়াট পাওয়ার প্লান্ট স্থাপন।

 ৩৯.চরফ্যাশনে ৫ মেঘাওয়াট পাওয়ার প্লান্ট স্থাপন।

 ৪০.মনপুরায় ৩১ শয্যা হাসপাতাল নির্মান।

 ৪১.চরফ্যাশন ও মনপুরায় ২টি খাদ্য গুদাম নির্মান।

 ৪২.প্রায় ৭০০ শত মসজিদ উন্নয়ন।

 ৪৩.চরফ্যাশন ও মনপুরায় ৪ তলা করে ২ টি মডেল স্কুল নির্মাণ। 
 ৪৪.প্রায় ৩০০০ গভির নল কুপ স্থাপন।

 ৪৫.মনপুরায় ফায়ার সার্ভিস স্টেশন নির্মান।

 ৪৬.নীলিমা জ্যাকব মহিলা কলেজ নির্মাণ। 

 ৪৭.ছোট বড় কাল ভার্ট ও রাস্তাঘাট সহ প্রায় ২৫০০ কোটি টাকার উন্নয়ন আমার এলাকায় হয়েছে।

সব মিলিয়ে আপনি যদি আমাদের এলাকায় বেড়াতে যান আপনার খুব খুব বেশি ভাল লাগবে।

  আমার এই লেখায় যদি কোন ভুল থাকে, তাহলে কমেন্ট এর মাধ্যমে সংশোধন করার অনুরোধ রহিল।

কপি, প্রিয় ভাই মনজুরুল আলম বিপ্লব সাংগঠনিক সম্পাদক যুবলীগ চরফ্যাশন উপজেলা শাখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *