বর্তমানে হাট বাজারের মরণঘাতী পরিবহন হিসেবে
পরিচিত ব্যাটারী চালিত এই অটো গুলো।
কারন এই অটো চালাতে দরকার পরে না অভিজ্ঞতার.. দরকার পড়েনা ড্রাইভিং লাইসেন্স এর.. লাগেনা গাড়ির কাগজ পত্র ফিটনেস এসব। আর সে কারনে ঘটছে প্রতি নিয়ত।দূর্ঘটনা চালক রা জানে না গাড়ির সঠিক সংকেত ইন্ডিকেটর সিগ্ন্যাল। চলন্ত বাস ট্রাকের সামনে দিয়ে ও ফুরুত ফারুত করে রাস্তা পর হয়ে যায় এই গাড়ি। রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া পথচারীদের গা ঘেঁষে হর্ণ ছাড়াই চলছে এই বাহন। অনেক সময় দেখা যায় হর্ণ ছাড়াই এসে পথচারীদের পিছন থেকে ধাক্কা মেরে নিজের স্বাধীনতা দেখিয়ে চলে যাচ্ছে।
কোন নিয়ম নীতি না মেনেই সড়কে বেপরোয়া গতিতে চলছে এই অটো।।
বাজার কতৃপক্ষ অনুগ্রহ করে একটু সু'নজরে দেখুন বিষয় গুলো।
ছবিঃ সংগৃহীত 📌📌