দৈনিক সত্যের খোঁজে আমরা
শনিবার (৮ অক্টোবর) সকালে বিষয়টি সময়ের আলোকে নিশ্চিত করেছেন বাংলাহিলি সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।
তিনি জানান, সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটিসহ টানা আট দিন বন্ধ থাকার পর আজ সকাল থেকে হিলি স্থলবন্দরে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম যথারীতি পূর্বের নিয়মে চালু হয়েছে।
হিলি স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ মল্লিক বলেন, শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটির কারণে বন্দরে পণ্য আমদানি রফতানি ও বন্দরের ভিতরে লোড-আনলোডসহ সকল কার্যক্রম বন্ধ থাকার পর আজ সকাল থেকে আমদানি রফতানি ও বন্দরের ভিতরের সকল কার্যক্রম পূর্বের নিয়মে চালু হয়েছে।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট এর ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বদিউজ্জামান বলেন, দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটির কারণে দুই দেশের মধ্যে পণ্য আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
দিনাজপুর হাকিমপুর থানা প্রতিনিধি মো;ওয়াজ কুরনী