যৌবনে যে মানুষটির নির্দেশে একটি পরিবার পরিচালিত হতো, বৃদ্ধ বয়সে এসে তিনি নিজেই সেই পরিবারের বোঝা হয়ে দাঁড়ান। 'ভালোবাসা নিম্নমুখী'- হয়তো বা এটাই প্রকৃতি প্রদত্ত নিয়ম। তাই বৃদ্ধ বাবা মাকে সেভাবে যত্ন অনেকেই করেন না। হয়তো বা সময়ের অভাব কিংবা সংসারের টানাপড়েনে বৃদ্ধ বাবা-মায়ের প্রতি খেয়াল রাখা হয় না অথচ তারাই শেকড়। সন্তানদের বিবেকবোধ কোথায় গিয়ে ঠেকেছে যে তারা তাদের বৃদ্ধ 'বাবা মাকে ভরণপোষণ করতে পারবে না? তাদের কী কখনো মনে হয় না এই 'বাবা মা' তাদের ছোটবেলায় কত আদর-যত্ন করেছেন! নিরন্তর তাদের মঙ্গল কামনায় দিন কাটিয়েছেন! 'বাবা মা' তাদের শত কষ্টের মধ্যেও তাদের সন্তানকে কখনো দূরে ঠেলে দেন না। অথচ ভাগ্যের কী নির্মম পরিহাস!
বৃদ্ধ বাবাকে মারধরের ঘটনাটি ভাইরাল হওয়ার পর ছেলে আবদুল মান্নানকে গ্রেপ্তার করেছেন, ব্রাহ্মণ পাড়া থানা পুলিশ, ধন্যবাদ জানাই ব্রাহ্মণ পাড়া থানা প্রশাসনকে……👍