সত্যের খোঁজে আমরা
দিনাজপুর প্রতিনিধি
মোঃওয়াজ কুরনী
বিএনপি জামাত এর ডাকা দেশব্যাপী সপ্তম দফায় ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের আজ প্রথম দিনে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। হিলি ইমিগ্রেশন দিয়ে দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে। দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে সপ্তম দফায় ডাকা অবরোধের প্রথম দিনে দিনাজপুর-হিলি গণপরিবহনের বাস চলাচল করতে দেখা গেছে। পণ্য বোঝাই ট্রাক পুলিশ বিজিবি ও র্যাবের সহায়তায় দেশের বিভিন্ন স্থানে যেতে দেখা গেছে।
রবিবার (২৬ নভেম্বর) সরজমিনে দেখা যায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়। হিলি বন্দরের পানামা পোর্ট ও শুল্ক স্টেশনের সকল বিভাগ ও বন্দরের সকল কার্যক্রম সকাল থেকেই স্বাভাবিক গতিতে চলছে। বন্দরে পণ্য ওঠা-নামা ও পণ্য সরবরাহ কার্যক্রম সচল রয়েছে। তবে বাংলাদেশি ট্রাক পণ্য নিয়ে বন্দরে ভিতরে ও বাহিরে গোডাউন গুলোতে লোড-আনলোড চলছে। বাংলাদেশি ট্রাকগুলো পণ্য নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে।
সরকারি ও বেসরকারি অফিস, স্কুল, কলেজ, মাদ্রাসা, এনজিও অফিসসহ দোকানপাট খুলেছে। রাস্তায় মানুষের চলাচল বেড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হিলি- দিনাজপুর রুটের বাস, মোটর সাইকেল অটো ভ্যানে মানুষের যাতায়াত বৃদ্ধি পেয়েছে।
উপজেলায় যে কোন ধরনের নাশকতা রুখে দিতে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু ছায়েম মিয়ার নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ হিলি স্থলবন্দর এলাকার গুরুত্বপূর্ণ সড়কসহ উপজেলার বিভিন্ন সড়কে মহড়া দিতে দেখা গেছে। আজ সকাল থেকে বিকেল পর্যন্ত কোথাও কোনো নাশকতার খবর পাওয়া যায়নি।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট এর ওসি শেখ আশরাফুল জানান, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু’দেশের মধ্যে পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া জানান, অবরোধে হিলি স্থলবন্দরের ব্যবসায়ীদের আমদানি-রফতানি কার্যক্রম পরিচালনায় শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা রক্ষার্থে স্থলবন্দর এলাকাসহ উপজেলার বিভিন্ন মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে। যে কোন ধরনের নাশকতা রুখে দিতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। হরতাল অবরোধের দিনে রাতের বেলায় পুলিশ, বিজিবি, র্যাব ও একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সহায়তায় পণ্য বোঝাই ট্রাক দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়া হচ্ছে। সকাল থেকে বিকেল পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি