সত্যের খোঁজে আমরা
পুণরায় তার প্রমাণ দিয়েছেন ভোলা চরফ্যাসন উপজেলার শশীভূষণ সদর বাজারের বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী মোঃ সোহাগ ফরাজী।
শশীভূষণ বাজার পরিচালনা কমিটি থাকা সত্যে ও,,,,,,
একটু বৃষ্টি হলেই বাজার ডুবে যাওয়া,ব্যবসায়ীদের দোকানে পানি প্রবেশ করা,খাদা খননে পানি জমাট হওয়া,মানুষ চলাচল করতে অনেক কষ্ট হওয়া,খাদায় পরে রিক্সা, বোরাক, মটর সাইকেল এক্সিডেন্ট সহ নানান ঝামেলায় জরাজীর্ণ অবস্থায় এক ধরনের অদৃশ্য নিয়মে পরিনত থাকার অভিযোগ দীর্ঘদিন ধরে,
বাজার পরিচালনা কমিটির কোন উদ্যোগ নেই!!
এমন অবস্থায় ক্রেতা ও ব্যবসায়ীদের কথা চিন্তা করে,বাজার পরিস্কার পরিচ্ছন্ন রাখতে নিজ উদ্যোগে বাজারের ড্রেন পরিষ্কার করে পরিবেশ সুন্দর করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন মোঃ সোহাগ স্বর্ণকার।
ব্যবসায়ীদের দূর সময়ে পাশে থেকে এমন উদ্যোগ গ্রহণ করার জন্য শশীভূষণ বাজার ব্যবসায়ীগন মোঃ সোহাগ ফরাজীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।