সরকারকে গদি থেকে নামাতে বাধ্য করবোবাউফলে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

সরকারকে গদি থেকে নামাতে বাধ্য করবো
বাউফলে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

দৈনিক সত্যের খোঁজে আমরা

কহিনুর বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি।।

    পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতি ও পাঠ্য পুস্তকে ধর্ম জাতিসত্বা বিরোধী শিক্ষা ব্যবস্থার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন পটুয়াখালীর বাউফল উপজেলা শাখা। মিছিলটি ২৪.০২.২৩ইং তারিখ রোজ শুক্রবার সকাল ১১টায় বাউফল সরকারি ডিগ্রি কলেজ থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে জনসভা শুরু হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার সভাপতি মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র আন্দোলন পটুয়াখালী জেলা শাখা সভাপতি ইমাম হোসেন, উপজেলা সভাপতি শাকিল শারিফ, শ্রমিক আন্দোলন জেলা শাখা সভাপতি প্রভাষক আনছার উদ্দিন ও উপজেলা মুজাহিদ কমিটি সাধারণ সম্পাদক আবুল হোসেন। ওই সময় বক্তারা বলেন, “জিন্দা থাকতে নাস্তিকদের কখন বাংলাদেশের মাটিতে ঠাঁই হতে দেওয়া হবেনা। নাস্তিত্ববাদী শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন লক্ষে প্রয়োজনে যুদ্ধ করবো এবং সরকারকে গদি থেকে নামাতে বাধ্য করবো।” 

কহিনুর বেগম
বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি।।
২৪-০২-২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *