চলছে ইলিশ নিধনের মহা উৎসব, নেই কোন প্রশাসনিক তৎপরতা। "
মোঃ সিদ্দিক পাটোয়ারী
বিশেষ প্রতিনিধিঃ- দেশ জুড়ে সাগর কিংবা নদীতে মৎস্য নিধনের উপর সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্বেও প্রতিনিয়তই চলছে মা ইলিশ এবং জাটকা নিধনের মহা উৎসব। অসাধু কিছু মৎস্য কর্মকর্তার অবৈধ এবং অনৈতিক আর্থিক মাসোহারার বিনিময়ে মৎস্য নিধনের জন্য নদীকে করে দেয়া হয়েছে উন্মুক্ত। নদী পাড়ের জেলে পল্লী এবং সাধারণ মানুষের সাথে আলাপ করে জানা যায় যে, দাদন দাতা,বেপারী, মৎস্য অধিদপ্তরের কিছু অসাধু কর্মকর্তা এবং স্থানীয় প্রভাবশালী মহলের সমন্বয়ে রয়েছে বিশেষ সিন্ডিকেট। যারা সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করেও হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। অসাধু এ সিন্ডিকেটের কবলে হাড়িয়ে যাওয়ার পথে মেঘনার ঐতিয্যবাহী রুপালি ইলিশ। মা ইলিশ নিধনের ফলে ক্ষতির মুখে রাষ্ট্রের কোটি কোটি টাকার মৎস্য সম্পদের বিনিময়ে বৈদেশিক রপ্তানি আয়। যার প্রভাব পড়তে পারে আমাদের জাতীয় অর্থনীতির উপর। মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, এখনই যদি রাষ্ট্র বিরোধী এ ধরনের অসাধু কর্মকর্তাদের লাগাম টেনে ধরা না হয় তবে ভবিষ্যতে আরও বেপরোয়া হয়ে উঠবে রাষ্ট্র ও রাষ্ট্রের আইন বিরোধী জঘন্যতম সিন্ডিকেট। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনার আলোকে মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য গণমাধ্যম কর্মীদের মাধ্যমে সাধারণ জনগণ জোর দাবি জানান।