রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জে রায়গঞ্জ উপজেলা সলঙ্গা থানাধীন ঘুড়কা ইউনিয়নে রঘুনাথাপুর গ্রামের মোঃ মঞ্জিল শেখ নামের এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে সলঙ্গা থানা পুলিশ।
জানাযায় গত ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় মঞ্জিল শেখ তাঁর অটোভ্যান টি নিয়ে ভাড়া বহনের জন্য ভুইয়াগাঁতী বাজারের উদ্দেশ্যে বের হন তার পর থেকে মঞ্জিল শেখের খোঁজ পাওয়া যাচ্ছিল না, পরে স্বজনেরা অনেক খোঁজাখুঁজির পর ৬ সেপ্টেম্বর শুক্রবার মঞ্জিল শেখের স্বজনেরা সলঙ্গা থানায় একটি জিডি করেন। ৭ সেপ্টেম্বর মোরদিয়া দেশভাটা সংলগ্ন রাস্তার পাশ্বে পথচারীরা মরদেহ পড়ে থাকতে দেখে সলঙ্গা থানা পুলিশকে খবর দেয় পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়
নিহত মঞ্জিল শেখ (৫০) রঘুনাথপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে, নিহতের স্ত্রী
ও তিন মেয়ে রয়েছে।
এ বিষয়ে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি রবিউল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে প্রাথমিক ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার রাতের কোন এক সময় তাকে হত্যা করে তার অটোভ্যান টি নিয়ে পালিয়ে গেছে ছিনতাইকারী চক্র।