বিশেষ প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইতিহাসে অসংখ্য আন্দোলন-সংগ্রাম হয়েছে। সেসব আন্দোলনে অনেক কিছু ঘটেছে। কিন্তু এভাবে সাংবাদিকদের একসঙ্গে পেটানোর ঘটনা দেখা যায়নি।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করতে যান আহত সাংবাদিকরা। এসময় তিনি এসব কথা বলেন।
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন হামলার শিকার হন সাংবাদিকরা। এতে কিছু সাংবাদিক আহত হন। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে দেখা করতে যান তারা।
এসসময় শেখ হাসিনা বলেন, সাংবাদিকদের টার্গেটে করে মারা, তাদের জীবন নিয়ে নেয়ার মতো অবস্থা সৃষ্টি করা; এটার নিন্দা করার ভাষা আমার নেই। এই সমস্ত ঘটনা যারা ঘটাচ্ছে, তারা যদি মনে করে পার পেয়ে যাবে; সেটা হবে না।
তিনি বলেন, ছবি ও ফুটেজ দেখে দেখে প্রত্যেককে খুঁজে বের করা হবে। সবাইকে শনাক্ত করা হবে। সব কয়টাকে শাস্তি দেয়া হবে। যারা হামলা করেছে, তাদের একজনও ছাড় পাবে না। আর হুকুমদাতা যে তাকেও ছাড়বো না।
সারাদেশে নির্বাচনী প্রচারণায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা চালাচ্ছে নৌকার কর্মীরা। ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদসহ অনেকে এই অভিযোগ তুলেছেন। এ প্রসঙ্গে সরকার প্রধান বলেন, আমরা শতভাগ অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। সেই লক্ষ্যে সব নির্বাচনী সহিংসতা প্রতিরোধ করা হবে। সহিংসতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।