সাংবাদিকদের জন্য পুলিশের আইজিপি’র নির্দেশ ——-

সাংবাদিকদের জন্য পুলিশের আইজিপি’র নির্দেশ ——-

——-
===≠=========================
সাংবাদিকরা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান দপ্তর অধিদপ্তর সচিবালয়ে যেকোনো জায়গায় তথ্য খুজতে গিয়ে হুমকি ধামকি অপমান অপদস্ত নাজেহাল হবেন, সেই সকল প্রতিষ্ঠানের মালিক কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে বাংলাদেশের সকল থানা ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া আছে।
সাংবাদিকরা ভয় পাবেন না আপনাদের পাশে আইনশৃঙ্খলা বাহিনী আছে, আপনারা নির্ভয়ে দেশের জন্য কাজ করে যান।

ধন্যবাদ প্রিয় মহোদয় আপনাকে , এখন আমরা যারা সাংবাদিক ভাইয়েরা দেশের জন্য নিজের জীবন বাজী রেখে দিনে রাতে কাজ করে যাচ্ছি আমাদের জন্য অনেক উপকার হবে । কেননা আমরা যারা গণ মাধ্যম কর্মী হিসাবে কাজ করি অনেক দিন ধরে এমন একটি আইন খুজছিলাম যাতে আমাদের কাজে বাধা কেউ না দিতে পারে । অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় মহোদয় আপনাকে এবার হবে খেলা । দুই নাম্বার কাজ করে দেখি রেহাই পায় কি ভাবে যদি প্রশাষন ঠিক থাকে ।

জাহাঙ্গীর আলম বাবু প্রকাশক ও সম্পাদক মর্নিং বিডি ডট নিউজ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *