সত্যের খোঁজে আমরা
খবর চাপা পড়ে থাকে।
সাংবাদিকতা হচ্ছে আপসহীন ও দুঃসাহসিক একটি দায়িত্ব। অনেক সাংবাদিককে জীবন দিতে হয়েছে কেউবা আক্রান্ত হয়ে চিরতরে পঙ্গু হয়েছে, সংবাদপত্র একটি অতি সংবেদনশীল ও জনপ্রিয় প্রচার মাধ্যম। সে হোক ইলেকট্রনিক কিংবা প্রিন্ট মিডিয়া অভাবনীয় অগ্রগতির পরেও এ গুরুত্ব বা চাহিদা কমেনি।
জীবনের পড়ন্তবেলায়ও নিজেদের খবর চাপা পড়ে থাকে। সংবাদকর্মীরা নিজে দগ্ধ হয়ে সমাজের কল্যাণে অবিরাম আলো জ্বালিয়ে যান। অথচ তার নিজের জীবনের আলো নিভে অন্ধকার ঘনিয়ে আসে। সব চাকরিতেই পদোন্নতি ও রিটাইটের পরে পেনশন ভাতা আছে, কিন্তু সাংবাদিকদের কোন রিটায়ার্ড যাওয়ার সুযোগ নেই , আছে শুধু পদে পদে বাধা আর ঝুঁকির হাতছানি। তবুও কর্তব্য পালনে অকুতোভয় কলমসৈনিক সব কিছু উপেক্ষা করে ছুটে চলেন দুর্বার গতিতে।