প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক তুহিন খন্দকারসহ ৪ সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল তিনটায় ভোলা জেলা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গত ৩০ ডিসেম্বর পেশাগত দায়িত্ব পালনের সময় বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে ভূমিদস্যু একটি বাহিনী দ্বারা সাংবাদিক তুহিন খন্দকারসহ ৪ সাংবাদিক হামলার শিকার হন।
এই ঘটনায় প্রথমে বোরহানউদ্দিন থানায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা দিতে গেলে ওসি মনিরুল ইসলাম মামলা না নেয়ায় ভোলার কোর্টে একটি মামলা করেন তুহিন খন্দকার। যার নং এমপি ৩/২৩। মামলাটি ভোলা ডিবি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
মানববন্ধনে ভোলা টাইমসের সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ রাজিবেরর সঞ্চালনায় বক্তব্য রাখেন ভোলা প্রেসক্লাবের সভাপতি নজরুল হক অনু, সাধারণ সম্পাদক সামস উল আলম মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল চৌধুরী, কোষাধ্যক্ষ এইচ এম জাকির, গ্লোবাল টেলিভিশনে ভোলা জেলা প্রতিনিধি মোঃ অনিক আহাম্মদ।
জেলা উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক তুহিন খন্দকারের উপর হামলাকারীদের বিরুদ্ধে মামলা না নেয়ায় বোরহানউদ্দিন থানার ওসির কঠোর সমালোচনা করেন এবং ভোলার পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন।
এএইচ