দিনাজপুর হাকিমপুর প্রতিনিধি
মোঃওয়াজ কুরনী
জামালপুরে ইউপি চেয়ারম্যানসহ তার বাহিনী কতৃক একাত্তর টেলিভিশন, বাংলা নিউজ ২৪.কম ও মানবজমিনের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবীতে দিনাজপুরের হিলিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
হাকিমপুর প্রেস ক্লাবের আয়োজনে আজ রবিবার দুপুর ১২টায় প্রেসক্লাব কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।
পরে প্রেসক্লাব কার্যালয়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা সাংবাদিক নাদিম হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।
সেই সাথে সাংবাদিকদের কাজের নিরাপত্তা নিশ্চিতের দাবী জানান। প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এতে সাধারন সম্পাদক মুরাদ ইমাম কবির, সাংবাদিক আলতাফ হোসেন,রমেন বসাক, রবিউল ইসলাম, হালিম আল রাজি, কুদ্দুস আলী, আলী,শাহিন আলম, আব্দুল আজিজ, সালাউদ্দিন বকুলসহ বিভিন্ন টেলিভিশন ও পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।