সাংবাদিক মোল্লা জাহাঙ্গীর আলমের জমিতে জোর পূর্বক দখল ও ঘের কাটা:বাধা দিলে হুমকি

সাংবাদিক মোল্লা জাহাঙ্গীর আলমের জমিতে জোর পূর্বক দখল ও ঘের কাটা:বাধা দিলে হুমকি

দৈনিক সত্যের খোঁজে আমরা

ভোলা জেলা রুবেল ভাই

খুলনা জেলা,রূপসা উপজেলার ৫ নং ঘাটভোগ ইউনিয়নের ডোবা গ্রামের অসিম বালা ও মহিম বালা পিতা মৃত: সুশেন বালা গোয়াড়া গ্রামের মোল্লা জাহাঙ্গীর আলমের বসত বেটা সংলগ্নে বিলেম জমিতে জোরপূর্বক তারা ঘের কাটছে।

তবে দুঃখের বিষয় হলো অত্র আদালতে-খুলনা- ডোবা মৌজা যাহার নং ২১ ও ২৫ দাগে মামলা দায়ের করা রয়েছে।

মামলা চলা কালিন অবস্থায় অসিম বালা ও মহিম বালা,পিতা মৃত: সুশেন বালার ছেলে জোর পূর্বক জমিতে আজ সোমবার ১৩ই ফেব্রুয়ারী সকাল থেকে লোক জন নিয়ে তারা ঘের কাটছে, বাধা দিলে তারা মোল্লা জাহাঙ্গীর আলম ও তার পরিবারকে হুমকি ও মারধর করতে আসার অভিযোগ পাওয়া গেছে।

মোল্লা জাহাঙ্গীর আলম,তিনি একজন সাংবাদিক কর্মী ও বাংলাদেশ প্রেস ক্লাব রুপসা উপজেলা শাখা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, রাজনৈতিক একজন আওয়ামী লীগ কর্মী,চলমান মেম্বার পদপ্রার্থী এবং একজন সমাজ সেবক হিসাবে সমাজে পরিচিত তিনি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *