সাবধান কারো প্রলোভনে চক্করে পড়বেননা।

সাবধান কারো প্রলোভনে চক্করে পড়বেননা।

ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের উত্তর ভবানীপুরের অটো-মিস্ত্রি রাসেলকে ব্যাটারী কিনতে
ঢাকায় নিয়ে যাওয়ার কথা বলে পথিমধ্যে আরিচা ঘাটের নির্জন একটি স্থানে নিয়ে গিয়ে ধারালো খুর
দিয়ে আঘাত করে কাছে থাকা নগদ ৪৬ হাজার টাকা ও মোবাইল ছিনতাই করে নেয়ার অভিযোগ।।

পরানখালী এলাকার ১. শামীম পিতা মাহাবুল
২. সাকিব পিতা সাইফুল সহ অঙ্গাত আরো ২ জনের
বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে।

শামীম ও সাকিব ২ জন মিলেই রাসেলকে ঢাকায়
অল্প দামে ব্যাটারী কিনতে যাওয়ার প্রলোভন দেখায়।
এবং পরে সাথে করে নিয়ে যায়।

ঘটনার পর থেকে শামীম ও সাকিব পলাতক রয়েছে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *