সাভারের মৈস্তাপাড়া এলাকায়, দৈনিক সত্যের খোঁজে আমরা  সাংবাদিক এর উপর

সাভারের মৈস্তাপাড়া এলাকায়, দৈনিক সত্যের খোঁজে আমরা সাংবাদিক এর উপর

দৈনিক সত্যের খোঁজে আমরা

অতর্কিত হামলা মারধর ও গহনা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গত ১৮ই ফেব্রুয়ারী শনিবার রাত ১০ টায় ফটো সাংবাদিক নারগীস পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে মোঃ শিশির,সোহান,উভয় পিতা: সাবেক আলিম মেম্বার, মো: রিমন,পিতা : মো:মালা, সর্ব সাং মৈস্তাপাড়া,সাভার গণসহ অজ্ঞাতনামা আরও ৫/৬ জন ফটো সাংবাদিক এর উপর অতর্কিত হামলা ও মারধর এবং ১ লক্ষ টাকা মুল্যের গলার চেইন ছিনিয়ে নিয়ে যায় বলে ভুক্তভোগীর অভিযোগ সুত্রে জানা যায়,পরে আহত অবস্থায় সাভার হাসপাতালে চিকিৎসা শেষে, আলোকিত প্রতিদিন পত্রিকার ফটো সাংবাদিক নারগীস বাদী হয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান হামলাকারী বিবাদী মদ্য পান করে আমাকে মারধর ও আমার চেইন ছিনিয়ে নেয়, তিনি আরও বলেন বিবাদীগন মাদক ব্যবসায়ী আমি সাংবাদিক বলে আমার সাথে এই ধরনের ঘটনা ঘটায়, আমি তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত শাস্তি দাবি করছি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *