আমার বুলেট বাইক নেই, টিনের চালা বাড়ি।
আমি গরিব হতে পারি কিন্তু আজ আমার আছে 348 টি বট ও অশ্বত্থ বৃক্ষ।।
প্রতিটি বৃক্ষ আমার এক একটি ফ্ল্যাট। এই ফ্ল্যাটে থাকবে আমার আত্মা,পশু পাখি। ওরা গান গাইবে,নাচবে,গাইবে। আমি শুনব।
এই বৃক্ষ গুলো নবজাতকদের অক্সিজেন দেবে। আমি আনন্দিত আপ্লুত ও গর্বিত।।
কালেক্টেড।