বিলকিছ আক্তার রুবি স্টাফ রিপোর্টার
সালনা পোড়াবাড়ি ফসির মাজার ভেঙ্গে দিল দুর্বৃত্তরা। বৈষম্য বিরোধী আন্দোলনের পর।দেশ সংস্কারের কার্যক্রম শুরু হয়। তারই ধারাবাহিকতায় স্বাভাবিক চলছিল দেশ এরই মাঝে শুরু হয় অলি আউলিয়ার মাজার ভাঙ্গার পদক্ষেপ কি দোষ এই অলি আউলিয়ার মাজারের। কেন ভাঙ্গা হলো এই মাজারগুলি এমনি মতাবেদ প্রকাশ করেছেন আশেকান মুরিদান এবং ভক্তবৃন্দরা। ফসির এ মাজারের দানের টাকায় চলে কয়েকটি প্রতিষ্ঠান এতিমখানা মাদ্রাসা মসজিদ।এবং মাজারে পাশে রয়েছে প্রায় ৩০ টার বেশি বাউল গানের একাডেমি মাজার ভাঙ্গার পাশাপাশি বাউল গানের একাডেমির গুলোর উপর চলে ভাংচুর এবং ত্রিশ লাখ টাকার মালামাল নিয়ে যাই বাউল গানের সরঞ্জামগুলি। আগুনে পুড়িয়ে ফেলা হয় বিভিন্ন সরঞ্জাম বাউল শিল্পীদের আর্তনাদ তাদের ফ্যামিলি নিয়ে চলায় খুবই কষ্টকর এবং দেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানান বাউল শিল্পীরা মাজার সংস্কার এবং একাডেমি গুলো ৩০ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে এদিকে একটু নজর দেওয়ার জন্য এবং যারা ভাঙচুরে করেছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য অনুরোধ জানিয়েছেন মাজার কর্তৃপক্ষ এবং আশেকান ভক্তগণ।