মহানগর গোয়েন্দা (উত্তর/দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মুহাম্মদ আলী হোসেন মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, অতি: উপ-পুলিশ কমিশনার জনাব মো: জহিরুল ইসলামের তত্ত্বাবধানে,
পুলিশ পরিদর্শক মোক্তার হোসেনের নেতৃত্বে ডিবি টিম-২১ (দক্ষিণ) এর অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ২৭/০৯/২০২২ ইং সিএমপির বায়েজীদ বোস্তামী থানাধীন কুন্জছায়া আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে ১৩ কেজি গাঁজাসহ আরশাদ উল্লাহ( ৪৫) কে গ্রেফতার করেন।
প্রাথমিক জিজ্ঞেসাবাদে ধৃত ব্যক্তি জানায় যে জব্দকৃত গাঁজাগুলো সে কুমিল্লা জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে ঘটনাস্থলে বিক্রয়ের জন্য মজুদ করেছিল।