সিত্রাং এর সময় সাগরে নিখুঁজ ডালিম ও মিজানের হদিছ এখনও মিলেনি

সিত্রাং এর সময় সাগরে নিখুঁজ ডালিম ও মিজানের হদিছ এখনও মিলেনি


মো রুবেল, ভোলা ঃ সিত্রাং এর সময় সাগরে

নিখুঁজ দৌলতখানের ডালিম ও মিজানের হদিছ এখনও মিলেনি।
উল্লেখ্য যে গত ২৫ অক্টোবর ২০২২ (মঙ্গলবার) ভোরের দিকে তিনকোনা দ্বীপ ও সানদ্বীপের

মধ্যদিয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে।ঘূর্ণিঝড়ের প্রভাবে নোয়াখালী, ভোলা, বরিশাল ও কক্সবাজারসহ উপকূলের বিভিন্ন এলাকায় ৯ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হয়েছে। 


ঘূর্ণিঝড় সিত্রাং এর সময় ভোলা চরফ্যাশনের দঃ আইচা, চর কুকুরি মুকুরি, ঢালচর, সামরাজসহ জেলার বিভিন্ন স্থানের একাধিক মাছ ধরার ট্রলার ও জেলে সাগরে নিখোঁজের পর খুঁজে পাওয়া গেলেও দৌলতখানের ডালিম ও মিজানের হদিছ এখনও মিলেনি।


জানাযায়, ডালিম (১৭), পিতা- মোঃ ইব্রাহিম, ওয়ার্ড নং ৬, পোস্ট-দিদারুলহ, গ্রাম- দিদারুল্লাহ, ইউনিয়ন চর খলিফা, উপজেলা-দৌলতখান, জেলা -ভোলা এবং একই উপজেলাধীন মোহাম্মদ মিজান (৪৫), পিতা- করিম মাঝি, ওয়ার্ড নং ৮, পৌরসভা দৌলতখান। গত ২৪ আক্টোবর তারিখে মৎস শিকারে একই ট্রলারে সাগরে যায়। তারা দুইজন আর ফিরে আসেনি।


১২ ডিসেম্বর, ২০২২, রবিবার ডালিমের মা ইয়াছমিন বেগম এই প্রতিনিধির সাথে কথা বলতেই কেঁদে উঠেন। তিনি বলেন, আমি আমার ছেলেকে ফেরত চাই। সুষ্ঠ তদন্তের মাধ্যমে আমার ছেলের সন্ধান চাই।
ভবিষ্যতে সুবিচার পাওয়ার প্রত্যাশায় এ ব্যাপারে দৌলতখান থানায় জি ডি করা হয়। জি ডি নং- ১৩৩৪, তারিখ -২৯/১০/২০২২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *