
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে অপারেশন ‘ডেভিল হান্ট’ অভিযান পরিচালনা করে দুই জনকে আটক করেছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করেন। অভিযানে সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকা হতে আখিনুর চৌধুরী (৪০) ও রাব্বি (২৩) কে আটক করা হয়।
গ্রেফতার হওয়া আখিনুর চৌধুরী নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার উইলসন রোডের কবির চৌধুরীর ছেলে। তিনি বন্দর থানা জাতীয় পাটির সহ-সভাপতি। রাব্বি (২৩) সুমিলপাড়া নতুন রাস্তা এলাকার মজিবুর রহমানের ছেলে। সে ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে জানিয়েছে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, সারা দেশের ন্যায় অপারেশন ডেভিল হান্টের চলমান অভিযানে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।