সিরাজগঞ্জের তাড়াশে একই পরিবারের তিনজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সিরাজগঞ্জের তাড়াশে একই পরিবারের তিনজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের তাড়াশে একই পরিবারের স্বামী, স্ত্রী ও তাদের কন্যা সন্তানকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনার জানাজানি হয়। নিহতরা হলেন- তাড়াশ পৌর শহরের প্রফেসর পাড়ার স্থায়ী বাসিন্দা বিকাশ চন্দ্র সরকার, তার স্ত্রী স্বর্ণা রানী সরকার ও মেয়ে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী পারমিতা সরকার তুষি।
এমন নির্মম হত্যাকান্ডের ঘটনায় এলাকাজুড়ে আতংক বিরাজ করছে। তাদের দাবি অতিদ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি ফাঁসির দাবি জানান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হত্যাকারীরা পরিকল্পিত ভাবে গোপনে তাদের কে হত্যা করে ফ্লাটে তালা লাগিয়ে দিয়ে যায়। স্বজনরা দুদিন যাবত তাদের খোঁজ না পেয়ে পুলিশ কে খবর দিলে পুলিশ সোমবার রাত ২ টার দিকে তালা ভেঙ্গে মেঝেতে ও বিছানায় তাদের লাশ দেখতে পায়।
তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে সিআইডি, ডিবি ও পিবিআই কর্মকর্তারাসহ আইনশৃঙ্খলা বাহীনীর বিভিন্ন শাখার টিম তদন্তের কাজ করছেন। তদন্ত সাপেক্ষে দোষীদের গ্রেফতার করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *