সত্যের খোঁজে আমরা
রাম সরকার (বিপ্লব) সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় ভাতিজার শাবলের আঘাতে মো:মোসলেম উদ্দিন(৬৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার চরকুশাবাড়ি গ্রামে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে।
জানা যায় যে, চরকুশাবাড়ী গ্রামের মরহুম সেকেন্দার আলীর ছেলে মোঃ মোসলেম উদ্দিনের সঙ্গে ভাতিজা মোঃ জালাল উদ্দিনের জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। শনিবার ভোর ৬ টার দিকে জমি সংক্রান্ত বিষয় নিয়ে চাচার সাথে জালালের ঝগড়া বাধে। ঘটনার এক পর্যায়ে জালাল উদ্দিন উত্তেজিত হয়ে চাচা মোসলেম উদ্দিনকে শাবল দিয়ে আঘাত করেন।এতে চাচা মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।ঘটনার পর থেকে ঘটনার সাথে জড়িত সকলেই পলাতক রয়েছে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান,ঘটনাস্থল থেকে নিহত মোসলেম উদ্দিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।