মঙ্গলবার(৬ সেপ্টেম্বর) রাত ১.৩০ মিনিটে ইমরান রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, রায়গঞ্জ সার্কেল এবং অফিসার ইনচার্জ( ওসি) রফিকুল ইসলামের তত্বাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) ওয়াসিমুল বারী, এর নেতৃত্বে রায়গঞ্জ থানার অফিসার ও সঙ্গীয় ফোর্স রায়গঞ্জ থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল বাগিচা পাড়ার মৃত গোলাম সরকারের ছেলে আঃ মালেকে রায়গঞ্জ বাজার থেকে ১০০(একশত)পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন।
এ ঘটনায় রায়গঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আসামী আঃ মালেক কে বিজ্ঞ আদলতে প্রেরণ করা হয়েছে।