সত্যের খোঁজে আমরা
রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মনোমুগ্ধকর খেলা লাঠি খেলার শুভ উদ্বোধন করা হয়েছে। এ খেলা ধরে রাখার জন্য লাম ট্রান্সপোর্ট সিরাজগঞ্জ এর আয়োজনে অনুষ্ঠিত হয়।
বুধবার (২৫ অক্টোবর) বিকেল ৪ টায় সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ভিক্টোরিয়া হাই স্কুল মাঠ প্রাঙ্গনে লাঠি খেলা শুভ উদ্বোধন করেন, বাংলাদেশ আওয়ামীলীগ সিরাজগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মোঃ বদরুল আলম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী । সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র -১ মোঃ নুরুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল ওয়াদুদ নাসির , সদস্য মিজানুর রহমান দুদু, সদস্য বীরমুক্তিযোদ্ধা গাজী মোঃ ফজলুর রহমান খান, সদস্য জেহাদ- আল- ইসলাম, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ টুংকু,বাংলাদেশ ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ জাকিরুল ইসলাম লিমন,বাংলাদেশ ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল বিন আহমেদ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিরাজগঞ্জ পৌর শাখার সভাপতি গোলাম মোস্তফা, বাংলাদেশ ছাত্রলীগ সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি মোঃ রাশেদ খান প্রমুখ।
সিরাজগঞ্জ পৌর ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ কলিম সরকার এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহাবুব আলম এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সার্বিক সহযোগিতায় করেন লাম ট্রান্সপোর্ট সিরাজগঞ্জের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো: শামীম তালুকদার লাবু।
উক্ত অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি পরিলক্ষিত হয়।