সিরাজগঞ্জে সলঙ্গায় সাংবাদিক কে মরধর ও অপহরণের চেষ্টা।

সিরাজগঞ্জে সলঙ্গায় সাংবাদিক কে মরধর ও অপহরণের চেষ্টা।

রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জে সলঙ্গা থানাধীন ভুইয়াগাঁতী রায়গঞ্জ -সলঙ্গা মডেল প্রেসক্লাব থেকে সাংবাদিক মোঃ এরশাদ আলী আকন্দ কে অপসারণ করার চেষ্টা ও বালুর ব্যবসার দুই লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়।
জানাযায় ৭ই অক্টোবর সোমবার বিকালে রায়গঞ্জ -সলঙ্গা মডেল প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোঃ এরশাদ আলী আকন্দ ভুইয়াগাঁতী বাজারে মুকুল মার্কেটে অবস্থিত রায়গঞ্জ -সলঙ্গা মডেল প্রেসক্লাবের অফিস কক্ষে বালুর ব্যবসার দুই লক্ষ টাকা নিয়ে বসে ছিলেন হঠাৎ, হান্নান চৌধুরীর নেতৃত্বে সাইদুল ইসলাম, সোহেল, মামুন, ছায়দার, আরিফ, রুবেল, মজিদ সহ ২০/২৫ জনের একদল সন্ত্রাসী মোঃ এরশাদ আলী আকন্দ কে জোরপূর্বক মারধর ও অপহরণ করে নিয়ে জাওয়া র চেষ্টা করে পরে স্থানীয় লোকজন বাধা দিলে তাকে রেখে চলে যায় সন্ত্রাসীরা
এবিষয়ে সাংবাদিক মোঃ এরশাদ আলী আকন্দের সাথে কথা হলে তিনি বলেন ৭অক্টোবর দৈনিক কলম সৈনিক প্রত্রিকায় সলঙ্গায় যুবলীগ নেতা আটক পুলিশের হাত থেকে ছাড়িয়ে নিলেন যুবদল নেতা মর্মে একটি নিউজ প্রকাশিত হয়। তাদের সন্দেহ হয় যে ওই নিউজটি আমি করেছি অথচ কলম সৈনিক পত্রিকা আমি কোন প্রতিনিধি না সন্ত্রাসীরা আমাকে মারধর ও জোরপূর্বক অপহরণ করার চেষ্টা করে পরে আমি সলঙ্গা থানায় উপস্থিত হয়ে ১১ জন সহ ১৫/২০ জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করি।
সাংবাদিক মারধরের ঘটনায় সলঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি কে এম রবিউল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন সাংবাদিক মারধরের ঘটনা অত্যন্ত দুঃখজনক তবে অভিযোগ পেয়েছি দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *