নিজস্ব প্রতিবেদকঃ সত্যের খোঁজে আমরা
ভোলার দৌলতখান উপজেলার লেজপাতায় সূর্যমুখী ফুলের চাষ করে এই বছর কৃষকদের মুখে হাসি ফুটেছে, এই উপজেলায় ৪৮ শতাংশ জমিতে কৃষকরা সূর্যমুখী ফুলের চাষ করে লাভবান হয়েছেন ।
কৃষি বিভাগ বলেছেন এই বছর সূর্যমুখী চাষিদের বিনা মূল্যে সূর্যমুখী ফুলের বিজ বিতারন ওবং কৃষি অফিস থেকে নানা পরামশ দেওয়া হয়েছে, সূর্যমুখী ফুলের সুন্দরজ চরিয়ে পড়েছে চারপাশে, সূর্যমুখী চাষের ৯০ দিন থেকে ১০৫ দিনের মধ্যে বিজ গড়ে তুলতে পারে।
এই বছর আহওয়াবা উনকুলে থাকায় সূর্যমুখী আবাদ ভালো হয়েছে, তাই ভালো ফলন ও লাভের আশা করছেন কৃষকরা।