ধিক্কার জানায় প্রশাসন কে
১৮ মে, ঘটনার দিন ভোর সাড়ে পাঁচটার দিকে নরসিংদি রেল স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়পড়ুয়া এক তরুণী অর্ধনগ্ন পোশাকে দুই যুবককে সাথে নিয়ে আপত্তিকর অবস্থায় হাটছিল।
জনসমাগমে তাদের এমন কুরুচিপূর্ণ চলাফেরা দেখে সম্মানিতা এক মা ও স্থানীয় লোকজন তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এবং ঐ তরুণী এবং তার সাথে থাকা যুবক দুটিকে কড়া ভাষায় বকাঝকা করেছেন। ব্যাস্ এই হলো গিয়ে বিশাল অপরাধ!!! এই অপরাধে আজ ঐ মা'কে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছে।
বাংলাদেশে ৬০ উর্ধ বয়সের একজন মা, অর্ধনগ্ন পোশাকের এক উসৃঙ্খল তরুণীকে বকাঝকা করা হলো গিয়ে সবচেয়ে বড় অপরাধ!!! তাই আইনশৃঙ্খলা বাহিনী তাকে চারপাঁচ ধরে হন্নে হয়ে খুঁজে গ্রেফতার করে!!! অথচ দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করে যারা দেশে বিদেশে অনায়াসে যাওয়া আসা করছে তাদের গ্রেফতারের খবর নাই!!!
কত খুন-ধর্ষণের আসামি, রাস্তায় ঘুরে বেড়ায় তারা গ্রেফতার হয় না!!! গ্রেফতার হয় শালীন ভাবে চলতে বলা এক " মা " এই সবই হচ্ছে ইসলাম বিদ্বেষী দুষ্ট মিডিয়া চক্রের অপপ্রচারের কল্যাণে।
আপনাকে সালাম জানাই হে -" মা "
পোস্ট কপিরাইট।