রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ঐতিহ্যবাহী সুনামধন্য সোহাগপুর সরকারি শ্যামকিশোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ২০২৪ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয় বিদায়ী শিক্ষার্থীরা।
৫ই ফেব্রুয়ারী সোমবার দিনব্যাপি বিদায় অনুষ্ঠান ও আলোচনা সভার সভাপতিত্ব করেন সোহাগপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম শহিদুল রেজা।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের শিক্ষক নিশানি হায়দার।
বিদায় অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্য শিক্ষানীয় বিষয়বস্তু তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের পদাধিকারী সভাপতি বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা ভূমি কমিশনার শিবানী সরকার, বেলকুচি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা,বেলকুচি সরকারি কলেজের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান সহ অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক ও ছাত্র ছাত্রীরা বক্তব্য রাখেন।