২০১৪ সালের ১৬ নভেম্বর বিএফডিসিতে ‘সত্তা’ ছবির শুটিং শুরু হয়েছিল। কিছুদিন শুটিং এরপর শাকিবের সঙ্গে আর শিডিউল মেলানো যায়নি বলে বারবার পিছিয়ে গিয়েছিল ছবির কাজ। তারপর ২০১৬ সালের ডিসেম্বরের মাঝামাঝিতে কক্সবাজারে টানা দুই সপ্তাহ শুটিং করে ‘সত্তা’ ছবিতে নিজেদের অংশের কাজ শেষ করেন শাকিব ও পাওলি।
২০১৭ সালে জানুয়ারির মাঝামাঝি সময়ে ছাড়পত্রের জন্য ছবিটি সেন্সর বোর্ডে জমা দেন পরিচালক হাসিবুর রেজা কল্লোল। ১৫ দিনের মাথায় পেয়ে গেলেন ছবির মুক্তি দেওয়ার কাঙ্ক্ষিত সেই সনদপত্র। ৭ এপ্রিল আলোর মুখ দেখেছিল সত্তা সিনেমাটি।
২০২১ সালের মার্চে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পাবনায় শুরু হয়েছিল ‘অন্তরাত্মা’ সিনেমার শুটিং। পুরো মার্চ জুড়ে টানা শুটিং করে সিনেমার সম্পূর্ণ কাজ শেষ হয়। ঈদকে টার্গেট করে নির্মিত হয়েছিল সিনেমাটি। কিন্তু করোনার কারণে সিনেমা মুক্তির তারিখ পিছিয়ে যায়।
সিনেমাটির শুটিং শেষ হয়েছে প্রায় তিন বছর হল। কিন্তু অজানা কারণে এখনও মুক্তি পাচ্ছে না সিনেমাটি। এ নিয়ে শাকিব ভক্তরা হতাশ। গুঞ্জন ছিল গত বছর কুরবানির ঈদে ‘অন্তরাত্মা’ সিনেমাটি মুক্তি দেওয়ার। কিন্তু শেষ মুহূর্তে ছবির প্রযোজনা সংস্থা পিছিয়ে যায়। এই এই করে ৩ বছরেও ছবিটি আলোর মুখ দেখছে না।
বেশ কয়েকবার সিনেমাটি মুক্তি দেওয়ার উদ্যোগ নিয়েছেন সিনেমার পরিচালক ওয়াজেদ আলী সুমন। স্বয়ং শাকিব খান একাধিকবার ছবিটি নিজ উদ্যোগে মুক্তির পরিকল্পনা নিয়েছিলেন। কিন্তু প্রযোজক ছবিটি মুক্তি দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি।
সত্তা মুক্তি পেয়েছিল প্রায় তিন বছর পর। অন্তরাত্মাও তিন বছর হয়ে গেছে, জানিনা আর কতদিন পরে সিনেমাটি আলোর মুখ দেখবে। বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে সিনেমার প্রযোজক সোহানি হোসেন মানে সিনেমা মুক্তির অনিশ্চয়তা।
©️ Mahin Reza