সৌদির পর এবার দুবাই… গতমাসে প্রথম বারের মতো চিটাগাং সমুদ্র বন্দর

সৌদির পর এবার দুবাই… গতমাসে প্রথম বারের মতো চিটাগাং সমুদ্র বন্দর

দিয়ে সৌদিতে পেয়ারা এক্সপোর্ট হয়েছিল… এবার সৌদির পর দুবাইতে সমুদ্র বন্দর দিয়ে পেয়ারা এক্সপোর্ট হল।

সামনে এপ্রিলে যখন দুবাইতে সরাসরি পন্যবাহি জাহাজ চালু হবে তখন ডিমান্ড কোথায় গিয়ে ঠেকবে ভাবতেই ভালো লাগছে।

মনে রাখবেন, বাই এয়ার এবং বাই সি এর মধ্যে ফ্রেইট চার্জের অনেক পার্থক্য.. যেখানে বাই সিতে ৫-৬ টাকা কেজিতে প্রোডাক্ট দিতে পারি আমরা, সেখানে বাই এয়ারে ১০০-১২০ গিয়ে ঠেকে।

তারপরও বাই এয়ারে আমার দেশের সবজি এক্সপোর্ট হচ্ছে ।

যায় হোক এর মধ্যে আরও একটা ইনফো এড করি… আমি ইতিমধ্যে যখন পেয়ারার শেল্ফ লাইফ কিভাবে বাড়ানো যায় এটা নিয়ে রিসার্চ করছিলাম তখন একটা ইনফরমেশন পাই যে চীনে পেয়ারার পাতার ও একটা উচ্চ ডিমান্ড রয়েছে।

সো আমার মত তরুণ এক্সপোর্টার দের জন্য এটা নতুন সম্ভবনা… চলুন মার্কেট রিসার্চ করি, নতুন নতুন সম্ভবনা তৈরী করি, এক্সপোর্ট বৃদ্ধি করি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *