স্টাফ রিপোর্টার: নির্বাচনে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও স্বত্বন্ত্র প্রার্থীরা নির্বাচন বয়কট করবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ধানমন্ডিতে ইশতেহার পরবর্তী প্রেস ব্রিফিং এসব একথা বলেন তিনি।
অনেক স্থানে নৌকার প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থীদের ওপর হামলা করছে সে ক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীরা যদি নির্বাচন বয়কট করে আওয়ামী লীগের প্রতিক্রিয়া কি হবে এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, স্বতন্ত্র প্রার্থী, নৌকার প্রার্থী কেউ বয়কট করবে না। ইলেকশনে এমন বিচ্ছিন্ন ঘটনা ঘটে, সেজন্য বয়কট করতে হবে না।
নির্বাচনে ভোটার টানার ব্যপারে ওবায়দুল কাদের বলেন, এখানে কোনো জবরদস্তি নেই। কৌশলটা মানুষকে বুঝানো যে আপনাদের ভোট কেন্দ্রে আসা প্রয়োজন এবং ভোটাধিকার প্রয়োগ করা প্রয়োজন। দেশের পরিস্থিতিতে জনগণই অসহযোগিতা করা বা এ জনসমর্থনের অভাবে বিএনপি আন্দোলন ব্যর্থ হয়েছে। জনসমর্থন ছিলনা বলেই তারা তাদের আন্দোলনকে আর টেনে নিয়ে যেতে পারেনি।
তিনি বলেন, সর্বশেষ ২৮ অক্টোবরে নগ্ন নৃশংসতা প্রদর্শন করে জনগণ বিএনপি থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মানুষ তাদের কোনো কর্মসূচি বিশ্বাস করেনা। হরতালে না, অবরোধে না, এইসব কর্মসূচি জনগণ প্রত্যাখ্যান করেছে। প্রত্যাখ্যান করেছে বলেই জনসমর্থণের অভাবে তারা সন্ত্রাসের দিকে ঝুঁকে পড়েছে এবং তারা আগুন সন্ত্রাস করছে।
ওবায়দুল কাদের জানান, নির্বাচন ছাড়া কিছুই ভাবছে না আওয়ামী লীগ। মানুষকে নির্বাচন মুখি করা ও সুষ্ঠ অবাধ ভোট উপহার দেয়াই সরকারের মূল লক্ষ্য।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পৃথিবীর কোথাও জনসমর্থন ছাড়া আন্দোলন সফল হয়নি। জনসমর্থন হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার সরকার হটানোর জন্য। সেই অস্ত্র মরীচিকা ধরে গেছে।