স্বতন্ত্র প্রার্থী হতে ভোটারের স্বাক্ষরের বিধান চ্যালেঞ্জ করে করা রিট ফেরত দিলেন হাইকোর্ট

স্বতন্ত্র প্রার্থী হতে ভোটারের স্বাক্ষরের বিধান চ্যালেঞ্জ করে করা রিট ফেরত দিলেন হাইকোর্ট

সত্যের খোঁজে আমরা

স্টাফ রিপোর্টার: স্বতন্ত্র প্রার্থীদের এক শতাংশ ভোটারের স্বাক্ষর থাকার বিধান চ্যালেঞ্জ করে করা রিট ফেরত দিয়েছেন হাইকোর্টে। বুধবার (৬ ডিসেম্বর) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত মঙ্গলবার (৫ ডিসেম্বর) আইনজীবী রায়হান কাওসারের পক্ষে জনস্বার্থে এ রিটটি করেন আইনজীবী ইউসুফ আলী।

নির্বাচন কমিশন আইন অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার মোট ভোটারের এক শতাংশের নাম-স্বাক্ষর ও ভোটারের মুঠোফোন নম্বরের তালিকা মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হবে। মনোনয়নপত্র জমাদানের শেষ দিনেই তা নিশ্চিত করতে হবে। দল মনোনীত প্রার্থীদের ক্ষেত্রে এই বাধ্যবাধকতা নেই।

রিটকারী আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী বলেন, স্বতন্ত্র প্রার্থীদের এক শতাংশ ভোটারের স্বাক্ষর থাকার বিধান থাকার কারণে অনেকেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না। এই বিধানটা তুলে দিলে স্বতন্ত্র প্রার্থীরা ঝামেলামুক্তভাবে নির্বাচনে অংশ নিতে পারবেন। এ কারণে জনস্বার্থে রিট আবেদনটি দায়ের করেছি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারা দেশে প্রার্থীদের জমা দেয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধতা পেয়েছেন ১৯৮৫ জন প্রার্থী, অবৈধ ঘোষণা করা হয়েছে ৭৩১ জন প্রার্থীকে। অবৈধ ঘোষিত প্রার্থীদের অধিকাংশের মনোনয়ন বাতিল হওয়ার পেছনে কারণ এক শতাংশ ভোটারের সমর্থন আদায় নিয়ে সমস্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *